বিসমিল্লা হির রাহমানির রাহিম
সর্বপ্রথম অবতীর্ণ আল্লাহর বানী “পড় তোমার প্রভূর নামে” সূরা আলাক-আয়াত ১, “জ্ঞানার্জন কর দোলনা থেকে কবর পর্যন্ত” রাসুল (সঃ) এর বানী -প্রত্যেক নর ও নারীর উপর জ্ঞানার্জন করা ফরজ
শিক্ষাই জাতীর মেরুদন্ড এই প্রতিপাদ্যকে সামনে রেখে একটি সুশিক্ষিত, সমৃদ্ধশালী জাতী গঠনের লক্ষ্যে শিক্ষার গুণগত মান নিশ্চিত করণের পাশাপাশি সততা, সত্যবাদিতা, আমানতদারীসহ মানবতার মহৎ গুণাবলীর উন্মেষ ঘটিয়ে সৎ, কর্মঠ, নির্ভীক ও দায়িত্বশীল সুনাগরিক তৈরি করে বীর বাঙ্গালীর শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতার সুফল দেশ ও জাতীর কল্যাণে ভবিষ্যৎ প্রজন্মকে কাজে লাগানোর মাধ্যমে একটি সুখী, সমৃদ্ধশালী স্মার্ট বাংলাদেশ পৃথিবীতে সশরীরে মাথা উচু করে দাঁড়াবে এই প্রচেষ্টায় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের কর্মকান্ড উৎসর্গকৃত।
মোঃ আহসানুল্লাহ
অধ্যক্ষ
ধোকড়াকুল ডিগ্রী কলেজ
পুঠিয়া, রাজশাহী।