সভাপতির বাণী

বিসমিল্লাহির রহমানির রাহিম।

শিক্ষাই জাতির মেরুদণ্ড—এই অমোঘ সত্যকে সামনে রেখে আমাদের  ধোকড়াকুল ডিগ্রী কলেজ একটি জ্ঞানের আলো ছড়ানো প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি আলোকিত ভবিষ্যৎ গঠনে এ কলেজের অবদান নিঃসন্দেহে প্রশংসনীয়।

একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠ্যপুস্তকের জ্ঞান নয়, বরং নৈতিকতা, চরিত্র গঠন এবং সমাজের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, কর্মচারী এবং পরিচালনা কমিটির সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মানোন্নয়ন ও একটি সুন্দর, আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার কাজ অব্যাহত রয়েছে।

আমি কলেজের সকল শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা আমাদের পাশে থেকে আমাদের কাজকে এগিয়ে নিচ্ছেন। ভবিষ্যতেও ধোকড়াকুল ডিগ্রী কলেজ যেন দেশ ও জাতির জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে, সে কামনাই করি।

আল্লাহ আমাদের সকলকে মঙ্গল দান করুন।
শুভেচ্ছান্তে,
মোঃ মোজাফফর হোসেন
সভাপতি, কলেজ পরিচালনা কমিটি
ধোকড়াকুল ডিগ্রী কলেজ, পুঠিয়া, রাজশাহী।